ডিম পাতুরি

Copy Icon
Twitter Icon
ডিম পাতুরি

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
  • 3- সেদ্ধ ডিম, হাফ করে কাটা


  • 3চামচ - সাদা সরষে


  • 1চামচ - পোস্ত


  • 4 টে - নারকেল র রিং


  • 6 টি- কাঁচালঙ্কা


  • 2 টেবিল চামচ - সরষের তেল


  • 1চামচ - নুন


  • 1/2 চামচ - হলুদ


  • 1 টি- কলাপাতা


  • 3টে - টুথপিক


  • 1টা - সুতোর রিল

Directions

  • প্রথমে সব জিনিস এক সাথে সাজিয়ে নিয়েছি।
  • সরষে,পোস্ত,3টে লঙ্কা একসাথে বেটে নিয়েছি।নারকেল ও বেটে নিয়েছি।সব মসলা,নুন,হলুদ,অল্প তেল মিশিয়ে মসলা তৈরি করে নিয়েছি।
  • এবার কলাপাতা অল্প আঁচে সেকে নিয়েছি,যাতে ফোল্ড করার সময় ভেঙ্গে না যাই
  • এবার কলাপাতার 3টে টুকরোর উপর 1চামচ করে বাটা মশলা দিয়ে তার উপর ডিম রেখে,আরো 1চামচ মসলা,একটা লঙ্কা র একটু তেল রেখেছি।
  • এবার কলাপাতাগুলো টুথ পিক ও সুতো দিয়ে ফোল্ড করে নিয়েছি
  • এবার এয়ারফ্রাইয়ের 160ডিগ্রী তে গরম করে কলাপাতা রেখে গ্রীল করেছি 5মিন।
  • গরম ভাতের সাথে ডিম পাতুরি পরিবেশন করেছি